Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

স্থগিত টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ আসছে  

প্রযুক্তি ডেস্ক

স্থগিত টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ আসছে  

স্থগিত হওয়া টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে স্থগিত অ্যাকাউন্ট আবার চালুর আবেদন করতে পারবেন ব্যবহারকারী। ব্যবহারকারীদের আবেদন পাওয়ার পর স্থগিত অ্যাকাউন্টের কার্যক্রম পর্যালোচনা করবে টুইটার কর্তৃপক্ষ। 

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, যেসব অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা একবার বা কম ভঙ্গ করেছে সেগুলো পুনরায় চালু করা হবে। গত ২৭ অক্টোবর টুইটার অধিগ্রহণের পর নতুন নীতিমালা তৈরি করেন ইলন মাস্ক। এতে বলা হয়েছে, টুইটারের নীতিমালা গুরুতর বা একাধিকবার ভঙ্গ করলে অ্যাকাউন্ট স্থগিত করা হবে। তবে, নীতিমালা একবার ভঙ্গ করা অ্যাকাউন্টগুলোকে সতর্ক করা হবে। এ ছাড়া, নির্দিষ্ট টুইট মুছে ফেলতে নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, অ্যাকাউন্টগুলোর টুইট একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কমসংখ্যক অনুসারীরা দেখতে পাবেন। 

টুইটারের তথ্যমতে, টুইটে সহিংসতা ও ক্ষতির প্ররোচনা দেওয়ার পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদের হয়রানি বা হুমকি দেওয়া হলে সেগুলো টুইটারের নীতিমালা গুরুতরভাবে ভঙ্গ করবে। ফলে অভিযুক্ত অ্যাকাউন্ট আগের মতোই তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে। তবে, আত্মপক্ষ সমর্থন করে ব্যবহারকারীরা স্থগিত অ্যাকাউন্ট ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন।

গত ডিসেম্বরে, সমালোচনাকারী বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করেছিলেন মাস্ক। তবে কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করেন তিনি। 

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক