চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা অর্জন করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই সময়ে ফেসবুক ৯০০ কোটি ডলার মুনাফা অর্জন করেছে। একের পর এক নেতিবাচক ঘটনা এর ওপ আবার সম্প্রতি নথি ফাঁসের ঘটনা; সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না ফেসবুকের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছরের এই সময়ে ফেসবুকের মুনাফার পরিমাণ ছিল ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার।
বিবিসি বলছে, অ্যাপলের আইওএস ১৪ অপারেটিং সিস্টেমে সম্প্রতি গোপনীয়তা নীতি হালনাগাদ করা হয়। এতে নির্দিষ্ট ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন দেওয়া বেশ কয়েকটি ব্র্যান্ডের জন্য কঠিন হয়ে যায়। এই নীতির প্রভাব স্বাভাবিকভাবে ফেসবুকেও পড়েছিল।
ফেসবুকের সাবেক এক কর্মীর সাম্প্রতিক অভিযোগের মধ্যেই এমন খবর এসেছে। এক সাক্ষাৎকারে ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মুনাফা করার ক্ষেত্রে ফেসবুক এর ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়টি মোটেও ভাবে না।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে আলোড়ন সৃষ্টি করেন মাধ্যমটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার ও হুইসেলব্লোয়ার ফ্রান্সেস হাউগেন।
গত সোমবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ভিডিও কনফারেন্সে বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, যা দেখছি তা হলো, আমাদের প্রতিষ্ঠানের একটি মিথ্যা চিত্র প্রকাশে ফাঁস হওয়া নথিগুলো ব্যবহারের চেষ্টা করেছে একটি চক্র।