হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

৬ ঘণ্টায় ক্ষতি ৭০০ কোটি ডলার, অবস্থান হারালেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক

সার্ভারে সমস্যার কারণে বিশ্বব্যাপী ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ছয় ঘণ্টা বন্ধ ছিল। এতে এ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের মোট সম্পদের কমপক্ষে ৭০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এতে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায়ও তিনি পিছিয়ে পড়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সোমবার শেয়ারবাজারে ফেসবুকের শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ৯ শতাংশ, যা গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হিসাব করলে অন্তত ১৫ শতাংশ কম। এতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ গত সোমবার ৫ শতাংশ বা ৭০০ কোটি ডলার কমে ১২ হাজার ৯০ কোটি ডলারে পৌঁছেছে। ফলে ব্লুমবার্গের বিলিয়নিয়ারদের তালিকায় ৪ নম্বর থেকে ৫ নম্বরে নেমে এসেছেন তিনি। আর ৫ থেকে ৪ এ ওঠে এসেছেন বিল গেটস।

এ ছাড়া, ১৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত জাকারবার্গের সম্পদের পরিমাণ ১৫ শতাংশ বা ১ হাজার ৯০০ কোটি ডলার কমেছে। ১৩ সেপ্টেম্বর তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৪ হাজার কোটি ডলার।

সরাসরি আর্থিক ক্ষতি ছাড়াও চাপে রয়েছে ফেসবুক। ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউজেন সম্প্রতি কোম্পানিটির কিছু ভেতরের খবর ফাঁস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটি সমাজের স্বার্থের চেয়ে মুনাফাকে প্রাধান্য দেয়, ইনস্টাগ্রাম কিশোরীদের মানসিক স্বাস্থ্যর জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি। মূলত এর পর থেকে জাকারবার্গের সম্পদ কমতে শুরু করে।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক