সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয়ের সমাধান হওয়ায় সাত মাস পর টুইটার থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নাইজেরিয়া। গতকাল বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দেশটির তথ্যপ্রযুক্তি উন্নয়ন সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আজ (বুধবার) রাত ১২টা থেকে নাইজেরিয়ায় টুইটার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।
গত ৪ জুন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির একটি পোস্ট মুছে দেওয়ার পর মাইক্রো ব্লগিংয়ের এই প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির প্রশাসন। ওই পোস্টে প্রেসিডেন্ট দেশটির স্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের শাস্তি প্রদানসহ কিছু টেলিকম প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছিলেন।
এর পরই নাইজেরিয়া সরকারের সঙ্গে সংকট সমাধানে আলোচনা শুরু করে টুইটার কর্তৃপক্ষ। নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, টুইটার তাদের শর্ত মেনেই চলবে। এ নিয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
নাইজেরিয়ায় টুইটারের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডাসহ বিভিন্ন দেশ এর নিন্দা জানিয়েছিল।