হোয়াটসঅ্যাপে এখন কোয়ালিটি অপরিবর্তিত রেখেই ছবি ভিডিও শেয়ার করা যাবে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটিতে আগে ভিডিও-ছবি শেয়ার করলে স্বয়ংক্রিয়ভাবে মান কমে যেত। এছাড়া এতদিন হোয়াটসঅ্যাপে হাই কোয়ালিটি ভিডিও-ছবি শেয়ার করার আলাদা কোনো অপশন ছিল না। ভিডিও শেয়ার করলে কমপ্রেসড হয়ে যেত। এই সমস্যা দূর করতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নতুন ফিচারে ভিডিও কিংবা ছবি শেয়ার করার জন্য রয়েছে তিনটি অপশন:
১. প্রথম অপশন হিসেবে থাকছে অটো মোড। এই মোডের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নিজে থেকে কমপ্রেশন মোড সিলেক্ট করে ছবি ভিডিও শেয়ার করবে।
২. দ্বিতীয় অপশন হিসেবে থাকছে বেস্ট কোয়ালিটি। এই মোডে সেরা কোয়ালিটিতে ভিডিও বা ছবিটি শেয়ার হবে। অর্থাৎ কমপ্রেশন ছাড়াই শেয়ার করা যাবে। এটাই হচ্ছে সেই বিশেষ মোড যেটি ব্যবহারকারীকে গুণগত মান ঠিক রেখে ভিডিও কিংবা ছবি শেয়ার করার সুযোগ দেবে।
৩. হোয়াটসঅ্যাপের ছবি–ভিডিও শেয়ার করার আরেকটি অপশন হলো– ডেটা সেভার মোড। এই অপশনের মাধ্যমে ভিডিও-ছবি পাঠানোর সময় নিজেই কমপ্রেস করে নেবে হোয়াটসঅ্যাপ । যদিও এখন ডেভেলপমেন্ট মোডে রয়েছে এই অপশন। তবে দ্রুত এই অপশন উন্মুক্ত করবে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ফিচারের জন্য গ্রাহকদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
আরও পড়ুন