ফেসবুকের ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হুইসেলব্লোয়ার ফ্রান্সিস হাউগেন। পাশাপাশি ফেসবুক তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে কি না, তা নিয়ে সরকারগুলোকে তদারক করার আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গত মঙ্গলবার ফেসবুকের পক্ষ থেকে নিজেদের ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার বন্ধের কথা জানানো হয়। জনপ্রিয় এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষা নিয়ে ওঠা গুরুতর উদ্বেগের মধ্যেই এ ঘোষণা দেওয়া হলো।
হাউগেন বলেন, `আমি সরকারগুলোকে আহ্বান জানাচ্ছি যাতে বিষয়টি তদারক করে। কীভাবে এই ক্রিয়াকলাপগুলো কাজ করবে, সে সম্পর্কে আরও স্বচ্ছতা থাকতে হবে।
ফেসবুকের সাবেক প্রোডাক্ট ডেভেলপার ফ্রান্সিস হাউগেন সম্প্রতি কোম্পানির কিছু অভ্যন্তরীণ নথি প্রকাশ করে আলোচিত হয়েছেন।