হোয়াটসঅ্যাপ বর্তমানে বেশ জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ। এই অ্যাপের আরও একটি সুবিধা হচ্ছে অ্যাপটির চ্যাটিং বা মেসেজ টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপে ট্রান্সফার করা যায়।
হোয়াটসঅ্যাপের মেসেজ অ্যান্ড্রয়েড এবং আইওস উভয় ধরনের ডিভাইসেই টেলিগ্রামে ট্রান্সফার করা যায়।
হোয়াটসঅ্যাপ-এর মেসেজ টেলিগ্রাম অ্যান্ড্রয়েডে আনার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে হবে।
- হোয়াটসঅ্যাপ-এ নির্দিষ্ট চ্যাটটি খুলুন। এরপর ডান দিকের ওপরের তিনটি ডটে ক্লিক করে নিন।
- এবার এক্সপোর্ট চ্যাট অপশনে ক্লিক করুন। বেশ কয়েকটি অপশন আসবে আপনার সামনে। অপশনগুলো থেকে টেলিগ্রাম অপশনটি সিলেক্ট করে নিন।
- এখন আপনাকে শেয়ার মেনুতে যেতে হবে। আপনি মিডিয়া-সহ চ্যাট রিস্টোর করতে চান না কি মিডিয়া ছাড়া চ্যাট রিস্টোর করতে চান-সেই বিষয়ের একটি অপশন আসবে। সেখান থেকে পছন্দ মতো অপশন বেছে নিন। এবার টেলিগ্রাম খুললে হোয়াটসঅ্যাপ-এর চ্যাটটি দেখা যাবে।
এছাড়াও আরও সহজে হোয়াটসঅ্যাপ-এর মেসেজ টেলিগ্রাম অ্যান্ড্রয়েডে আনা যায়। এ জন্য হোয়াটসঅ্যাপ-এর মূল চ্যাট স্ক্রিনে গিয়ে একটি চ্যাট বাঁ-দিকে সরালেই এক্সপোর্ট চ্যাটের অপশন মিলবে। এরপর একই ভাবে ওপরের ধাপগুলো অনুসরণ করে টেলিগ্রামে চ্যাট এক্সপোর্ট করা যাবে।
আইওস ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ-এর মেসেজ টেলিগ্রামে আনার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
- হোয়াটসঅ্যাপ-এ নির্দিষ্ট চ্যাটটি খুলুন। যার সঙ্গে কথা বলছেন তার প্রোফাইল পিকচার ওপরের দিকে ডানে থাকবে। সেখানে ক্লিক করুন।
- এবার এক্সপোর্ট চ্যাট অপশনে ক্লিক করুন। বেশ কয়েকটি অপশন আসবে আপনার সামনে। অপশনগুলো থেকে টেলিগ্রাম অপশনটি সিলেক্ট করে নিন।
- এখন আপনাকে শেয়ার মেনুতে যেতে হবে। তারপর সেখানে টেলিগ্রাম সিলেক্ট করুন। এবার টেলিগ্রাম খুললে হোয়াটসঅ্যাপ-এর চ্যাটটি দেখা যাবে।