হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

যেভাবে আপনার অপছন্দের রিটুইট লুকিয়ে ফেলবেন

অনলাইন ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এমন এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি সহজেই যে কারও সঙ্গেই যুক্ত হতে পারবেন। দুনিয়ার বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যুক্ত হয়ে তাদের সম্বন্ধে জানতে পারবেন। এক কথায় ভার্চুয়াল পুরো দুনিয়াই ঘুরে ফেলতে পারবেন। তাদের টুইটে রিটুইট করতে পারবেন। তবে আছে বিড়ম্বনাও। কারণ, অনেকেই তাদের রিটুইটের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়। তবে আপনি চাইলেই আপনার অপছন্দের রিটুইটগুলো লুকিয়ে ফেলতে পারবেন। দুঃখজনক হলেও সত্যি, এই রিটুইটগুলো মুছে ফেলার কোনো সুযোগ নেই। 

রিটুইট লুকিয়ে ফেলতে যা যা করণীয়-

১) টুইটার অ্যাকাউন্ট লগ ইন করুন 

২) আপনার যে টুইট থেকে রিটুইট লুকাতে চাইছেন, সেখানে ক্লিক করুন 

৩) এরপর, স্ক্রল করে অপছন্দের রিটুইটের "..." এখানে ক্লিক করলেই, আপনার সামনে মেনু বার চলে আসবে। সেখান থেকে 'হাইড রিপ্লাই ' অপশন সিলেক্ট করলেই আপনার কাজ হয়ে যাবে। 

তবে বলে রাখা ভালো, আপনি যখন কারও রিটুইট লুকিয়ে ফেলতে যাবেন, তখন আপনার কাছে একটি পপআপ আসবে। যার মাধ্যমে আপনার এই কাজের কারণ জানতে চাইবে। তা ছাড়া অন্য আরেকটি পপআপের মাধ্যমে আপনি ওই ইউজারকে আপনার অ্যাকাউন্ট থেকে ব্লক করতে চান কি না,  টুইটার তা জানতে চাইবে।

বলে রাখা ভালো, আপনার লুকিয়ে ফেলা রিটুইট একবারে মুছে ফেলা যাবে না, বরং অন্য আরেকটি পেজে চলে যাবে। আপনার কোনো  ফলোয়ার চাইলে ডট অপশনে ক্লিক করার মাধ্যমে লুকিয়ে ফেলা রিটুইটগুলো দেখতে পারবেন। 

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক