হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

ওয়েব সংস্করণ আনল স্ন্যাপচ্যাট, প্রতিদ্বন্দ্বিতার মুখে জুম

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য প্ল্যাটফর্মগুলো থেকে স্ন্যাপচ্যাট কিছুটা আলাদা ছিল। তাদের অ্যাপটি শুধু মোবাইল ডিভাইসের জন্যই ছিল। কিন্তু গতকাল সোমবার প্রতিষ্ঠানটি ওয়েব সংস্করণ আনার ঘোষণা দেয়। এতে ভিডিও শেয়ারিং ও ভিডিও কল সেবাদাতা প্রতিষ্ঠানটি বলা যায় হালের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমকে বড় চ্যালেঞ্জ দিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মোবাইল ডিভাইস ও ওয়েব সংস্করণের মধ্যে সুবিধা অনুযায়ী যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ করে দিতেই ব্যবহারকারীদের জন্য এই ওয়েব সংস্করণ এনেছে স্ন্যাপচ্যাট। কিন্তু এর মধ্য দিয়েই নতুন প্রতিদ্বন্দ্বী ঘোষণা করল প্রতিষ্ঠানটি। আর তা হলো, করোনা মহামারির মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠা জুম।

স্ন্যাপচ্যাটের জনপ্রিয় ফিচারগুলোর একটি হচ্ছে ভিডিও কল। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, প্রতি মাসে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ১০ কোটির বেশি ভিডিও কল হয়। এসব কলে সর্বোচ্চ ১৫ জন একসঙ্গে অংশ নিতে পারে। এখন ওয়েব সংস্করণ চালুর মধ্য দিয়ে এই ফিচার আরও বেশি জনপ্রিয় হবে বলে তারা আশা করছে।

ঠিক একই আইডিয়া নিয়ে কাজ করে করোনা মহামারির মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে জুম। গত দুই বছরে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন দরকারি সভা-সেমিনার ইত্যাদি জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে হয়েছে। হোম অফিস অনেকটা সহজ করে দিয়েছিল জুমের মতো প্ল্যাটফর্মগুলো। এবার স্ন্যাপচ্যাট মাঠে নেমে তাদের বড় চ্যালেঞ্জ জানাল। 

এই প্রতিযোগিতায় স্ন্যাপচ্যাট অনেক পরে প্রবেশ করলেও তারা জুম থেকে কিছুটা এগিয়েই থাকবে। কারণ, জুমে কোনো কনফারেন্স কল শুরুর ক্ষেত্রে বা ওয়ান-টু-ওয়ান কলের ক্ষেত্রেও আগে জুমে অ্যাকাউন্ট খুলতে হয়। স্ন্যাপচ্যাট সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম হওয়ায় তারা বিপুলসংখ্যক ব্যবহারকারী এমনিতেই পাচ্ছে।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক