Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

বরখাস্ত করে কর্মীদের আবার ডাকছে টুইটার

প্রযুক্তি ডেস্ক

বরখাস্ত করে কর্মীদের আবার ডাকছে টুইটার

গত শুক্রবার টুইটার প্রায় অর্ধেক জনবল ছাঁটাই করেছে। টুইটার অধিগ্রহণের পর থেকেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা বলে আসছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ভারতে টুইটারের মার্কেটিং এবং কমিউনিকেশনস বিভাগের সমস্ত কর্মীকে ছাঁটাইয়ের মতো সিদ্ধান্তও বাস্তবায়ন করে ফেলেছেন। 

তবে বরখাস্ত করা কিছু কর্মীকে আবার কাজে ফিরতে বলছে টুইটার। গতকাল রোববার একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে বরখাস্তকৃত ডজনখানেক কর্মীকে আবার কাজে যোগ দিতে বলছে টুইটার। 

টুইটার বলছে, অনেককে ভুলভাবে বরখাস্ত করা হয়েছে। আবার কারও ক্ষেত্রে বরখাস্তের সিদ্ধান্তটি তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে। তাঁদের আরও কিছু সময় দেওয়া দরকার। যাদের কাজে ফিরতে বলা হয়েছে, তাঁরা বেশ অভিজ্ঞ এবং দক্ষ। টুইটার নিয়ে ইলন মাস্কের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে তাঁদের প্রয়োজন বলে মনে করছে টুইটার ম্যানেজমেন্ট। 

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর ছাঁটাই করেছেন কোম্পানিটির উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ৫০ ভাগ কর্মী। কোম্পানিটির কর্মীসংখ্যা ছিল প্রায় ৭ হাজার ৫০০ জন। এত সংখ্যক কর্মীকে একসঙ্গে ছাঁটাই নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তাতে কর্ণপাত করছেন না ইলন মাস্ক। মূলত কোম্পানির আর্থিক ক্ষতি কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

টুইটারে এমন গণ ছাঁটাইয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডোরসি। গত শনিবার সাবেক কর্মীদের কাছে ক্ষমা চেয়ে টুইট করেন তিনি। 

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক