বাংলাদেশে গতকাল শুক্রবার থেকে ফেসবুক ও মেসেঞ্জার সেবা বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা না হলেও আজ শনিবার বিবৃতি দিয়ে তা নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে দেশে চলমান বিক্ষোভে গতকাল চারজন নিহত হওয়ার পর থেকেই ফেসবুকের সেবা বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে ফেসবুক এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে আমাদের সেবায় বিঘ্ন ঘটছে, এ ব্যাপারে আমরা ওয়াকিবহাল। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে এবং প্রকৃত পরিস্থিতি বুঝার জন্য কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই সেবা স্বাভাবিক হবে।
ফেসবুক আরো বলেছে, করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে যখন ভুয়া ও ভুল তথ্য প্রবাহ রোধ করতে কার্যকর যোগাযোগ ব্যবস্থা খুব জরুরি হয়ে পড়েছে। এমন সময় বাংলাদেশে এই সেবা যে প্রক্রিয়ায় বন্ধ করা হয়েছে সেটি নিয়ে তারা উদ্বিগ্ন।
সূত্র: রয়টার্স