ঢাকা: আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে করার কথা ভাবছেন? এটি খুবই সহজ একটি কাজ। ধারাবাহিকভাবে নিচের ধাপগুলো অনুসরণ করলে অনায়াসেই ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন।
১. প্রথমে ইউটিউব চ্যানেলে লগইন করুন।
২. চ্যানেল আইকনে ক্লিক করুন। চ্যানেলের উপরের দিকে ডানপাশে পাবেন চ্যানেল আইকন। এতে ক্রিয়েটর স্টুডিও পেজ পেয়ে যাবেন।
৩. ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে গিয়ার আইকনে ক্লিক করুন। এভাবে পাবেন অ্যাকাউন্ট সেটিংস।
৪. এবার ভিউ এডিশনাল ফিচারস লিংকে ক্লিক করুন। অনেকগুলো ফিচারের লিস্ট আসবে।
৫. ফিচার লিস্টে গিয়ে ভেরিফাই বাটনটি ক্লিক করুন।
৬. এবার ইউটিউব আপনার অবস্থান বিষয়ক তথ্য চাইবে। যে এলাকায় অবস্থান করছেন তার তথ্য দিন। এই ধাপে ভেরিফিকেশন মেথড (মোবাইল নম্বর বা ই–মেইল) বেছে নিন। এবার নেক্সট অপশন ক্লিক করুন।
৭. এই ধাপে আপনার মোবাইলে/মেইলে ভেরিফিকেশন কোড পাঠাবে ইউটিউব। ভেরিফিকেশন কোড প্রবেশ করে সাবমিট করুন।
৮. এবার শেষ ধাপ: কনটিনিউ বাটন চাপুন। দেখবেন যে আপনার ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে।
উল্লেখ্য, চ্যানেল ভেরিফিকেশন আর ভেরিফিকেশন ব্যাজ পাওয়া কিন্তু এক বিষয় নয়। আপনার চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইব পেলে ইউটিউবের পক্ষ থেকে ভেরিফিকেশন ব্যাজ দেওয়া হয়। আর চ্যানেল ভেরিফিকেশন মানে হলো চ্যানেলটি অফিশিয়ালি ইউটিউবের চ্যানেলভিত্তিক কার্যক্রমে প্রবেশ করল। এটা এক ধরনের রেজিস্ট্রেশন।