Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

‘সাধারণ ক্ষমা’ পেয়ে চালু হচ্ছে টুইটারের স্থগিত অ্যাকাউন্টগুলো

অনলাইন ডেস্ক

‘সাধারণ ক্ষমা’ পেয়ে চালু হচ্ছে টুইটারের স্থগিত অ্যাকাউন্টগুলো

স্থগিত অ্যাকাউন্টগুলো ‘সাধারণ ক্ষমা’ ঘোষণার মাধ্যমে টুইটারে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বলেছেন, টুইটারের যেসব অ্যাকাউন্ট কোনো আইন ভঙ্গ করেনি, আর স্প্যামের সঙ্গে যুক্ত না থেকেও অন্য কোনো কারণে স্থগিত হয়েছে, সেইসব অ্যাকাউন্টই মূলত ফিরিয়ে আনা হবে।

গতকাল নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘জনগণ তাঁদের মতামত জানিয়েছেন। আগামী সপ্তাহের শুরু থেকেই সাধারণ ক্ষমার কার্যক্রম শুরু হবে।’ টুইটের শেষে তিনি লিখেছেন—‘ভক্স পপুলি, ভক্স ডেই’। এটি একটি ল্যাটিন শব্দ। এর অর্থ—‘মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর’।

এর আগে গত বুধবার বিকেলে ইলন মাস্ক টুইট করে এ ব্যাপারে একটি অনলাইন ভোট কার্যক্রম চালু করেন। টুইটে তিনি জানতে চান, ‘টুইটারের যেসব অ্যাকাউন্ট কোনো আইন ভঙ্গ করেনি, আর স্প্যামের সঙ্গে যুক্ত না থেকেও অন্য কোনো কারণে স্থগিত হয়েছে, সেই সব অ্যাকাউন্টকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তাঁদের অ্যাকাউন্ট আবার চালু করা যায় কি না।’ ইলন মাস্কের এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ ছিল ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে। প্রায় ৩২ লাখ টুইটার ব্যবহারকারী ভোট দিয়েছেন এই পোলে। এর মধ্যে ৭২ দশমিক ৪ শতাংশ সাধারণ ক্ষমার পক্ষে ভোট করেছেন।

গত ১৮ নভেম্বর ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনার ব্যাপারে পোল চালু করেছিলেন মাস্ক। প্রায় দেড় কোটি মানুষ অনলাইন ভোটে অংশগ্রহণ করেছিলেন। এর প্রায় ৫১ দশমিক ৮ শতাংশ ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পক্ষে ভোট দেন। তবে টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক