হোম > শিল্প-সাহিত্য > শিশুতোষ

মিঠুর নেশা

জাফর ওবায়েদ

আবিষ্কারের চাপলে নেশা মাথায়

ডুবল মিঠুন বিশ্বজ্ঞানের পাতায়।

আরকিমিডিস গ্যালিলিও কুরি

পড়ছে মিঠুন ভরছে জ্ঞানের ঝুড়ি।

 

নিউটনে সে বুঁদ হয়েছে এবার

নেই অবসর একটু ফাঁকি দেবার।

আপেলকাণ্ড পড়ে মিঠুন হাসে

হায় রে! যদি মাথায় এমন আসে!

 

আপন মনে মিঠুন খাটায় মাথা

খুঁজছে জবাব ঘেঁটে জ্ঞানের পাতা।

তাই তো মিঠুন করছে এবার পণ

হতেই হবে আলভা এডিসন।

তালপাতার পাখা

লেজ-ঝুলঝুল পাখি

রূপকথার কাগজের খেলনা

মেডিকেল ক্যামেরা

ভূত

শিয়াল

জিনের বাদশাহ

ছড়া

ঝগড়া থেকে বন্ধু 

মাহি ও ময়না পাখি

সেকশন