হোম > শিল্প-সাহিত্য > শিশুতোষ

অমর কবি

অজিত রায় ভজন

সমাজের অনাচার যত ভুল আছে,
অনিয়ম দেখা যায় দূরে আর কাছে।
কর্তা গিন্নি বাবু সাহেবের কাজে,
সংসারে যখনই বারোটা বাজে।

উজির আর মন্ত্রীরা, তারা করে কী?
গরিব উপোস করে, পাতে নেয় ঘি!
টেবিলের নিচে হয় আফিসের কাজ,
মানুষেরা অসহায় খুব দুখি আজ।

তোমার কলম ঠিক গর্জেই ওঠে,
হাসি আর ব্যঙ্গতে সবকিছু ফোটে।
ছন্দকথায় তুমি লিখে গেছ সবই,
জগতে অমর তুমি রইবেই কবি।

বাংলার আকাশে তো জেগে আছ তুমি,
সুকুমার রায়-পেয়ে ধন্য এ ভূমি।
গল্প কবিতা গানে যুগ যুগ ধরে,
অমর রইবে তুমি পৃথিবীর ঘরে।

তালপাতার পাখা

লেজ-ঝুলঝুল পাখি

রূপকথার কাগজের খেলনা

মেডিকেল ক্যামেরা

ভূত

শিয়াল

জিনের বাদশাহ

মিঠুর নেশা

ছড়া

ঝগড়া থেকে বন্ধু 

সেকশন