মিঠুর নেশা

জাফর ওবায়েদ
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৮: ২২
Thumbnail image

আবিষ্কারের চাপলে নেশা মাথায়

ডুবল মিঠুন বিশ্বজ্ঞানের পাতায়।

আরকিমিডিস গ্যালিলিও কুরি

পড়ছে মিঠুন ভরছে জ্ঞানের ঝুড়ি।

 

নিউটনে সে বুঁদ হয়েছে এবার

নেই অবসর একটু ফাঁকি দেবার।

আপেলকাণ্ড পড়ে মিঠুন হাসে

হায় রে! যদি মাথায় এমন আসে!

 

আপন মনে মিঠুন খাটায় মাথা

খুঁজছে জবাব ঘেঁটে জ্ঞানের পাতা।

তাই তো মিঠুন করছে এবার পণ

হতেই হবে আলভা এডিসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত