ফারা দিবা
যাচ্ছ কোথায় পাগলা দাশু
যাচ্ছ কোথায় টুনি?
আবোল তাবোল বকছো সবাই
ধান্দা কী তা শুনি!
ও বাবা, ও বাবা বলে
দিচ্ছ যে ভোঁ-দৌড়ও
খুচরো ছড়া খুড়োর কলে
কাঠবুড়ো বা প্রৌঢ়।
অন্ধ মেয়ের গন্ধ বিচার
আজব খেলা মাইরি
কী মুশকিল এ কুমড়োপটাশ
গল্প বলার ডাইরি।
হনহনিয়ে চলল অবুঝ
পড়ল ধরা চোর
সুকুমারের ছড়ায় জাদু
ননসেন্স তার ‘কোর’।