Ajker Patrika
হোম > শিল্প-সাহিত্য > কবিতা

দিব্যি বেঁচে আছি

অনু ইসলাম

দিব্যি বেঁচে আছি

দিব্যি, বেঁচে আছি! এমন অজুহাতে কিছুকাল আয়ুষ্মান হয়ে উঠবো; রঙচঙে জড়ানো মায়া-আবহ ৷ আমাদের এখন ভরা বসন্ত যদিও ৷ তথাপি—সংগ্রামী পথে শাদা শাদা কাশফুল—দুলছে! দেবীর পায়ে বিসর্জিত হচ্ছে রক্তজবা ৷ মা—অভাবেও থালায় ভাতফুল সাজায়! আমরা চেটেপুটে ক্ষুধা খেয়ে নিই জীবনের ৷ একটা অভাব অভাব সংসার যেন নদী হয়ে ওঠে!

রোলকল ডাকছে দীর্ঘ প্রতীক্ষা শেষে এবং ইউনিফর্মে ঢুকে যাচ্ছে আমাদের স্বপ্নবান সন্তানেরা ৷ বৃক্ষে জল দিও; জলের সন্তান ৷ আগমনী দিনে তারকারাজির মতো প্রোজ্জ্বল হয়ে উঠুক আমাদের সংসারের ছাদ; একটা নতুন আকাশ দেখব ৷

আকাশে তারকার হাসি; চাঁদের ঋণকৃত আলো—একাকার!

পেছনে কেউ ডেকে উঠছে—‘এখনো দিব্যি বেঁচে আছিস!’

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন

পায়ের নিচে মাটি ও ঘাস

আমি জুডাস নই যিশু, আমি তোমার ভাই