আকাঙ্ক্ষাপত্র

বীরেন মুখার্জী
Thumbnail image

বরই ফুলের পাশে মখমল রোদ উঠেছিল কাল

আমি আকাশ দেখার লোভে খুলতে চেয়েছিলাম

বৈচিত্র্যের পুঁজি আর মানুষের তৈরি মানববাদ-

গাছের স্বত্ব নিয়ে বাড়াবাড়ি করেছিলাম ঢের

অথচ অনড় থেকেছিলাম পুঁজিবাদের পক্ষে!

 

ভেতরে পোড়া কাঠের আগুন নিয়ে ফুটেছিলে তুমি

ঠিকানা হারানো এক আশ্চর্য মৌসুম, শতাব্দীর

সমাধিতে যেমন ফুটে থাকে যজ্ঞের সিনীবালী!

মুমূর্ষু শরতের নামে আমিও দাখিল করেছি সুখ

জরাগ্রস্ত রাষ্ট্রের কিছু অভিমানী মানুষের যোগফল!

 

প্রাগ হেমন্তের নিটোল নাভি ছোঁয়া সকরুণ রোদে

আমিও উড়িয়েছিলাম পরিশিষ্টের দূরবিনাশী গান

অসংখ্য সেলফি উড়ে আসা হাওয়ার কলস্রোতে

নিভৃত কিছু পদ্মপুকুর আর আকাঙ্ক্ষার রক্তজবা!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত