হোম > সারা দেশ > বরিশাল

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আটক মাইনুল ইসলাম। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তির অবস্থায় ছাত্রশিবিরের নেতা মাইনুল ইসলামকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মুসল্লিবাড়িতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে তাঁকে আটক করা হয়। ওই বাড়িসংলগ্ন মসজিদে আগে ইমামতি করতেন মাইনুল। বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে।

মাইনুল গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তবে জামায়াত দাবি করেছে, মাইনুল শিবিরের বহিষ্কৃত কর্মী।

স্থানীয়রা জানান, মসজিদসংলগ্ন পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাইনুলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তিনি (মাইনুল) ওই নারীর ঘরে অবাধে যাতায়াত করতেন। ওঁত পেতে থাকা স্থানীয় লোকজন বৃহস্পতিবার রাতে নারীসহ মাইনুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নারীসহ মাইনুলকে গৌরনদী থানায় নিয়ে আসে।

গৌরনদী মডেল থানার এসআই মো. জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার আমির মাওলানা আল আমিন বলেন, অভিযুক্ত ব্যক্তি আগে শিবির করতেন। নানা বদমান থাকায় তাঁকে অনেক আগে বহিষ্কার করা হয়েছে। শিবিরের বর্তমান কমিটির কোনো নেতার মোবাইল ফোন নম্বরও মাইনুলের কাছে নেই বলে দাবি করেন মাওলানা আল আমিন।

আরও খবর পড়ুন:

সিরাজগঞ্জে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

দুদকের মামলায় সাবেক এমপি হেনরীর জামিন নামঞ্জুর

ফেনীতে প্রবাসীর স্ত্রী তানিয়া হত্যা: প্রধান আসামি রনি খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জে ট্রাক্টর উল্টে খাদে, নিহত ২

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিওকর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

ওসমান পরিবারের নামে জালিয়াতিতে অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরসার প্রধান আতাউল্লাহসহ ৬ রোহিঙ্গা ১০ দিনের রিমান্ডে

স্কুলছাত্রীর মৃত্যু, মিশনারি ঘেরাও করে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ১

শরীয়তপুরে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪