Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক
আটক মাইনুল ইসলাম। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তির অবস্থায় ছাত্রশিবিরের নেতা মাইনুল ইসলামকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মুসল্লিবাড়িতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে তাঁকে আটক করা হয়। ওই বাড়িসংলগ্ন মসজিদে আগে ইমামতি করতেন মাইনুল। বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে।

মাইনুল গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তবে জামায়াত দাবি করেছে, মাইনুল শিবিরের বহিষ্কৃত কর্মী।

স্থানীয়রা জানান, মসজিদসংলগ্ন পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাইনুলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তিনি (মাইনুল) ওই নারীর ঘরে অবাধে যাতায়াত করতেন। ওঁত পেতে থাকা স্থানীয় লোকজন বৃহস্পতিবার রাতে নারীসহ মাইনুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নারীসহ মাইনুলকে গৌরনদী থানায় নিয়ে আসে।

গৌরনদী মডেল থানার এসআই মো. জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার আমির মাওলানা আল আমিন বলেন, অভিযুক্ত ব্যক্তি আগে শিবির করতেন। নানা বদমান থাকায় তাঁকে অনেক আগে বহিষ্কার করা হয়েছে। শিবিরের বর্তমান কমিটির কোনো নেতার মোবাইল ফোন নম্বরও মাইনুলের কাছে নেই বলে দাবি করেন মাওলানা আল আমিন।

আরও খবর পড়ুন:

শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি, ছুরি-চাকু উদ্ধার

খুলনায় হত্যা মামলার আসামি ‘চরমপন্থী’ শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত

৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ

বিধির বাইরে টাকা তুললেন ডিসি

সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন স্কুলের শিক্ষক

শূন্য থেকে কোটিপতি কেয়ারটেকার

জাতীয়করণের নামে বিপুল টাকা লেনদেন

মৎস্য অবতরণ কেন্দ্র: পাঁচটি বন্ধ, নয়টি চলে ঝিমিয়ে, ২০০ কোটিতে একটির উন্নয়ন

আজিজ মার্কেটে নেই ঈদের চাপ

পাতলা খিচুড়ি ও আখনি লাগবেই সিলেটিদের