Ajker Patrika

সিরাজগঞ্জে ট্রাক্টর উল্টে খাদে, নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি  
সিরাজগঞ্জে ট্রাক্টর উল্টে খাদে। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে ট্রাক্টর উল্টে খাদে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর খাদে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে একজন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২০) এবং একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)।

স্থানীয় ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু বলেন, কৃষিজমিতে কাজ শেষে ট্রাক্টর নিয়ে বিকেলে বিনোদপুর বাজার থেকে তেল কিনে বাড়ি ফিরছিলেন তিন যুবক। ট্রাক্টরটি কুসুম্বি গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে মধ্যে দিকে একটি ট্রাক্টর যাচ্ছিল। ট্রাক্টরের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক রাকিব ও তাঁর সহযোগী বাবু নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত