Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সেনাবাহিনীর হেলিকপ্টারে বাড়ি ফিরল মাগুরার শিশুটির নিথর দেহ

মাগুরা প্রতিনিধি 

সেনাবাহিনীর হেলিকপ্টারে বাড়ি ফিরল মাগুরার শিশুটির নিথর দেহ
মাগুরায় পৌঁছেছে শিশুর মরদেহ। ছবি: সংগৃহীত

ধর্ষণের শিকার হয়ে নিহত ৮ বছরের শিশুটির নিথর দেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরা স্টেডিয়ামে নামে ওই হেলিকপ্টার।

এরপর সেখান থেকে শিশুটির মরদেহ অ্যাম্বুলেন্সে করে প্রথম জানাজার জন্য নেওয়া হয় শহরের নোমানী ময়দানে। সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ।

হাজারো মানুষের সঙ্গে জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা।

টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ বৃহস্পতিবার হার মানে মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি। বেলা ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার তার মরদেহ নিয়ে রওনা হয়। রাতেই নোমানী ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ৫ মার্চ মাগুরাতেই বোনের বাড়ি বেড়াতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া। সেখানেও তার অবস্থার উন্নতি হয়নি। অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়।

শিশুটির জন্য সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে বোর্ড গঠন করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসা চলছিল শিশুটির। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় চারবার ও বৃহস্পতিবার আরও দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ) হয় শিশুটির।

৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ

বিধির বাইরে টাকা তুললেন ডিসি

সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন স্কুলের শিক্ষক

শূন্য থেকে কোটিপতি কেয়ারটেকার

জাতীয়করণের নামে বিপুল টাকা লেনদেন

পাঁচটি বন্ধ, নয়টি চলে ঝিমিয়ে ২০০ কোটিতে একটির উন্নয়ন

আজিজ মার্কেটে নেই ঈদের চাপ

পাতলা খিচুড়ি ও আখনি লাগবেই সিলেটিদের

চট্টগ্রামে পুলিশকে গুলি ছোড়া ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার ১৫ ঘণ্টার আল্টিমেটাম তিতুমীর শিক্ষার্থীদের