হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে শ্রমিকনেতাকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি 

আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

আলুর দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে নড়াইল বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিসের বিরুদ্ধে। নিহত মামুন লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

রোববার (৩০ মার্চ) বিকেলে জেলার লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা বাজারে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকনেতা মামুন রোববার বিকেল সোয়া ৪টার দিকে আলু কেনার জন্য লক্ষ্মীপাশা কাঁচাবাজারে ইদ্রিস মিয়ার দোকানে যান। আলুর দাম নিয়ে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস শেখের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইদ্রিস তাঁর দোকানের মালামাল কেনাবেচার কাজে ব্যবহারের জন্য রাখা ডিশ দিয়ে মামুনের ঘাড় ও মাথায় আঘাত করলে মামুন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের পাঠানো হবে। এ ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী ইদ্রিস শেখকে আটক করা হয়েছে।

হাছান মাহমুদ ও তাঁর স্ত্রীর ৬৫ ব্যাংক হিসাবে ৭২২ কোটি টাকা লেনদেনের অভিযোগ

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ৯ দিনের রিমান্ডে সন্ত্রাসী সাজ্জাদ

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫

তিতাস নদে ডুবে নিখোঁজ শিশু মারিয়ার লাশ উদ্ধার

অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ৭০

গাজার প্রতি সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন খুবি শিক্ষার্থীদের

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সংগ্রহশালার দাবি

বগুড়ায় থানা থেকে ফেরার পথে আ.লীগ নেতাকে ছুরিকাঘাত

সড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টনে মিলল নবজাতকের লাশ

বরিশালে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে ৮ টিম, একাংশের আপত্তি