Ajker Patrika

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সংগ্রহশালার দাবি

পাবনা প্রতিনিধি
সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করছেন সাংস্কৃতিক কর্মীরা। রোববার পাবনা পৌর সদরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে। ছবি: আজকের পত্রিকা
সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করছেন সাংস্কৃতিক কর্মীরা। রোববার পাবনা পৌর সদরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে। ছবি: আজকের পত্রিকা

পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

এদিন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলু রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুল ইসলাম খোকন, ফজলুল হক সুমন প্রমুখ।

বক্তারা বলেন, সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি অবৈধ দখলমুক্ত হয়ে প্রশাসনের আয়ত্তে নেওয়ার ১০ বছর পার হয়ে গেছে। অথচ এখনো বাড়িটি অনাদর-অবহেলায় পড়ে আছে। তাই সুপ্রিম কোর্টের রায়ের আলোকে দ্রুত বাড়িটিতে সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা উন্নয়নকাজ করার দাবি জানান তাঁরা।

১৯৩১ সালের ৬ এপ্রিল সুচিত্রা সেন পাবনায় জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মবার্ষিকী নিয়ে পাবনায় নানা আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত