Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ৪ আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

জাবি প্রতিনিধি 

জাবিতে ৪ আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারটি আবাসিক হলের নাম প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুটি ছাত্র এবং দুটি ছাত্রী হল।

গতকাল সোমবার (১৭ মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত ৩টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহর করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

উপাচার্য বলেন, ‘আপাতত এই হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয়েছে। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ৬ নম্বর ছাত্র হল, শেখ রাসেল হলের নাম হবে ২১ নম্বর ছাত্র হল, শেখ হাসিনা হলের নাম হবে ৬ নম্বর ছাত্রী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ১৬ নম্বর ছাত্রী হল।’

তবে হলগুলোর নাম নতুন করে নির্ধারণ করার জন্য ইতিমধ্যে অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।

নরসিংদীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

খুলনায় চরমপন্থী দলের সদস্যকে কুপিয়ে জখম

বনশ্রীতে শিশু ধর্ষণে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

নিউইয়র্কে আ.লীগ নেতা গোলাপের ৯ ফ্ল্যাট-বাড়ি, অর্থপাচারের মামলা দুদকের

সিলেটের সেই এসপিকে সরিয়ে দেওয়া হলো

বার্ন ইনস্টিটিউটের ১৬ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

শ্রীপুরে কারখানায় নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার কিশোর সংকটাপন্ন

বগুড়ায় শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

৪৩ বিসিএসের গেজেট-বঞ্চিতদের সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা