নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির দুই সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ফুটপাতের হকাররা। গতকাল মঙ্গলবার রাতে নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি মার্কেটের সামনে থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় আজ বুধবার ইপিজেড থানায় হওয়া চাঁদাবাজির মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান রাফি (২৭) ও আবদুল কাদের ইমন (২৬)। তাঁদের মধ্যে আসাদুজ্জামান বাগেরহাটের শরণখোলা উপজেলার এবং আবদুল কাদের ইমন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার দুজনই জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের ইপিজেড থানা কমিটির সদস্য। গত ২৪ ফেব্রুয়ারি এই প্রতিনিধি কমিটির অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। কমিটির ৬৬ জনের তালিকায় সবার ওপরে নাম রয়েছে আসাদুজ্জামান রাফির।
চট্টগ্রামের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তথাকথিত সমন্বয়ক পরিচয়ে হকারদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। হকারদের অভিযোগ, তাঁদের কাছে কয়েকজন যুবক এসে চাঁদা দাবি করেছিলেন। না দেওয়ায় তাঁদের ওপর চড়াও হন তাঁরা। একপর্যায়ে হকার ও স্থানীয়রা মিলে দুজনকে আটক করে পুলিশে খবর দেন।
এ ঘটনায় মো. আজিম নামের এক হকার বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সমন্বয়ক পরিচয়ে ফুটপাতে বসা হকারদের কাছ থেকে বেশ কয়েক দিন ধরে চাঁদা নিচ্ছেন। মঙ্গলবার দিনের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় তাঁদের ওপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে রাতে তাঁরা ৩০ হাজার টাকা চাঁদার দাবিতে হকারদের গালাগাল করে। ওই সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অজ্ঞাতনামা ৩-৪ জন ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে হকার ও স্থানীয়রা মিলে ইমন ও রাফিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নীলা আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতে ঘটনার বিষয়ে খবর পেয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, যে অভিযোগ উঠেছে, সেটা প্রাথমিক তদন্ত করে তাঁরা যদি দোষী সব্যস্ত হন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। আমাদের তরফ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। পুলিশ সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’
নীলা আফরোজ বলেন, ‘সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের দলীয় কোনো পরিচয় নেই। সে যে দলরই হোক, তাঁদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। জাতীয় নাগরিক কমিটির দুই সদস্যের বিষয়ে যে অভিযোগ উঠেছে, প্রচলিত আইন অনুযায়ী তাঁরা শাস্তি পাবেন। সাংগঠনিকভাবে আমরা তাঁদের বহিষ্কার করব।’
নীলা আফরোজ আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি কমিটি হয়েছিল, সেখানে অভিযুক্ত দুজন সদস্য হিসেবে ছিলেন। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় অভিযোগ এসেছিল। অভিযোগ পেয়ে তখন আমরা বলেছি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’ এ ছাড়া নাগরিক কমিটির যেসব থানা কমিটি রয়েছে, সেগুলো ঈদের পর বিলুপ্ত করার সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির দুই সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ফুটপাতের হকাররা। গতকাল মঙ্গলবার রাতে নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি মার্কেটের সামনে থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় আজ বুধবার ইপিজেড থানায় হওয়া চাঁদাবাজির মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান রাফি (২৭) ও আবদুল কাদের ইমন (২৬)। তাঁদের মধ্যে আসাদুজ্জামান বাগেরহাটের শরণখোলা উপজেলার এবং আবদুল কাদের ইমন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার দুজনই জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের ইপিজেড থানা কমিটির সদস্য। গত ২৪ ফেব্রুয়ারি এই প্রতিনিধি কমিটির অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। কমিটির ৬৬ জনের তালিকায় সবার ওপরে নাম রয়েছে আসাদুজ্জামান রাফির।
চট্টগ্রামের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তথাকথিত সমন্বয়ক পরিচয়ে হকারদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। হকারদের অভিযোগ, তাঁদের কাছে কয়েকজন যুবক এসে চাঁদা দাবি করেছিলেন। না দেওয়ায় তাঁদের ওপর চড়াও হন তাঁরা। একপর্যায়ে হকার ও স্থানীয়রা মিলে দুজনকে আটক করে পুলিশে খবর দেন।
এ ঘটনায় মো. আজিম নামের এক হকার বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সমন্বয়ক পরিচয়ে ফুটপাতে বসা হকারদের কাছ থেকে বেশ কয়েক দিন ধরে চাঁদা নিচ্ছেন। মঙ্গলবার দিনের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় তাঁদের ওপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে রাতে তাঁরা ৩০ হাজার টাকা চাঁদার দাবিতে হকারদের গালাগাল করে। ওই সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অজ্ঞাতনামা ৩-৪ জন ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে হকার ও স্থানীয়রা মিলে ইমন ও রাফিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নীলা আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতে ঘটনার বিষয়ে খবর পেয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, যে অভিযোগ উঠেছে, সেটা প্রাথমিক তদন্ত করে তাঁরা যদি দোষী সব্যস্ত হন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। আমাদের তরফ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। পুলিশ সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’
নীলা আফরোজ বলেন, ‘সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের দলীয় কোনো পরিচয় নেই। সে যে দলরই হোক, তাঁদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। জাতীয় নাগরিক কমিটির দুই সদস্যের বিষয়ে যে অভিযোগ উঠেছে, প্রচলিত আইন অনুযায়ী তাঁরা শাস্তি পাবেন। সাংগঠনিকভাবে আমরা তাঁদের বহিষ্কার করব।’
নীলা আফরোজ আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি কমিটি হয়েছিল, সেখানে অভিযুক্ত দুজন সদস্য হিসেবে ছিলেন। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় অভিযোগ এসেছিল। অভিযোগ পেয়ে তখন আমরা বলেছি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’ এ ছাড়া নাগরিক কমিটির যেসব থানা কমিটি রয়েছে, সেগুলো ঈদের পর বিলুপ্ত করার সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।
১২ দিন পর নেত্রকোনার কেন্দুয়ায় অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে ওই কিশোরী। পরে পুলিশ তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে।
৪ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুরে শূকরের বাচ্চা নিয়ে তর্কাতর্কির জেরে মারামারিতে জড়িয়েছেন বিএনপির দুই নেতা। এ ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলা কুঠিবয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন গাবসারা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম
১৫ মিনিট আগেইউএনও রেদুয়ানুল হালিম বলেন, ‘দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সনদ নেননি। নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, তা নিশ্চিত হতে সনদ নিতে হয়। কিন্তু মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম ঘোড়া জবাইয়ের কোনো সনদ নেননি।
৩৩ মিনিট আগেমানিকগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. রফিকুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে মানিকগঞ্জ শহরের সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসা থেকে সদর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
৪৪ মিনিট আগে