হোম > সারা দেশ > খুলনা

৯০ দিনের ভেতরে বিচার হতে হবে, ৯১ দিন হলে মানা হবে না: শফিকুর রহমান

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতে শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না।’

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সোনাকুন্ডি গোরস্তানে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতের পর জামায়াতের আমির সাংবাদিকদের এ কথা বলেন। পরে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক স্কুল মাঠে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

অপসংস্কৃতির জন্য এগুলো (ধর্ষণের ঘটনা) দীর্ঘদিন ধরে চলছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। ধর্ষণের বিচারে আগে কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।’

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতে শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

এ সময় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ ভাঙচুরে সমর্থন করেন কি না সাংবাদিকদের পৃথক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘যেখানে বিচারপ্রক্রিয়া চলমান, সেখানে দোষী প্রমাণিত হওয়ার সুযোগ দিতে হবে।’

ডা. শফিক বলেন, ‘সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই ঠিক আছে।’

মাগুরায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

মব জাস্টিসের নামে জ্বালাও পোড়াও হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতপ্রধান বলেন, ‘মব সৃষ্টি হয়েছে। এটা থামাতে সবার সহযোগিতা লাগবে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার।’

জামায়াতের আমির পরে জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের সদস্যদের দেখতে যান। সেখানে তাঁদের সমবেদনা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।

ঢাকার রাস্তায় বৈধতা পাচ্ছে ব্যাটারি রিকশা

খেটে খাওয়া মানুষের জন্য ইফতার ও সেহরি

পুরো উপজেলায় টিসিবি বন্ধ কার্ড জটিলতায়

শতভাগ বিশুদ্ধ পানির ৮০ ভাগ নলকূপ অচল

গায়ের জোরে ভবন সরকারি কলোনিতে

হত্যাচেষ্টা-ডাকাতিসহ ৮ মামলার আসামি কিশোর গ্যাং নেতা ফরহাদ গ্রেপ্তার

ঢাকায় রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় কার্যালয় মারামারি

নিষিদ্ধ হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ১০

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এনসিটিবির চেয়ারম্যান ইউসুফ ফারুক নিহত