Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে রোভারের সনদ বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে রোভারের সনদ বিতরণী অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে ‘দক্ষতা অর্জন কোর্স ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে ‘দক্ষতা অর্জন কোর্স ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।

দক্ষতা অর্জন কোর্সে ঢাকা জেলা রোভারের আওতাধীন ছয়টি ভেন্যুতে আটটি বিষয়ে ১হাজার ১০২ জন রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অফিস ব্যবস্থাপনা বিষয়ে ৫৩৬ জন, সাংবাদিকতা বিষয়ে ১২০ জন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ৩০ জন, কৃষি কর্মী বিষয়ে ৯৭ জন, আগুন নিভানো বিষয়ে ৫৪ জন, ব্লাড ব্যাংক বিষয়ে ৩৭ জন, ক্রাইম প্রিভেনশন বিষয়ে ৮২ জন এবং ফটোগ্রাফি বিষয়ে ১৪৬ জন রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিটি বিষয়ে সেরা তিন রোভার স্কাউট প্রশিক্ষণার্থীকে কৃতিত্বের স্মারক ও সকল প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত স্কাউট ব্যক্তিত্বদের স্মরণে ও ঢাকা জেলা রোভারের সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. মোস্তফা কামাল। শেষে অতিথিরা রোভার লিডার ও রোভার স্কাউটদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিরেন অধ্যাপক মাউশির পরিচালক ও বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালাহ্ উদ্দিন, ঢাকা জেলা রোভার কমিশনার মু. ওমর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান।

শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি, ছুরি-চাকু উদ্ধার

খুলনায় হত্যা মামলার আসামি ‘চরমপন্থী’ শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত

৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ

বিধির বাইরে টাকা তুললেন ডিসি

সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন স্কুলের শিক্ষক

শূন্য থেকে কোটিপতি কেয়ারটেকার

জাতীয়করণের নামে বিপুল টাকা লেনদেন

মৎস্য অবতরণ কেন্দ্র: পাঁচটি বন্ধ, নয়টি চলে ঝিমিয়ে, ২০০ কোটিতে একটির উন্নয়ন

আজিজ মার্কেটে নেই ঈদের চাপ

পাতলা খিচুড়ি ও আখনি লাগবেই সিলেটিদের