হোম > সারা দেশ > ঢাকা

এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রা আটকে পুলিশের লাঠিপেটা

অনলাইন ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। তাঁরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করছে প্রথমে পুলিশের বাধার মুখে পড়ে। পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে এবং কয়েকজন শিক্ষককে আটকের পর ছেড়ে দেওয়া হয়।

পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে ১টার দিকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে শিক্ষাভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন।

জানা যায়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় শিক্ষক ও কর্মচারীরা বাঁধে উপেক্ষা করে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে। পুলিশের তোপের মুখে শিক্ষকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

এই বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা ও নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছি। তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার জন্য বলেছি। কিন্তু তারা সড়ক না ছাড়ায় তাদের ২-১ জনকে আটক করায় তারা দেড়টার দিকে সড়ক ছেড়ে দেয়। পরে আটককৃতদেরও ছেড়ে দিয়েছি।’

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে শিক্ষকেরা অংশ নেয়। টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধি দল আলোচনা জন্য সচিবালয়ে যায়। পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার (২১ ও ২২ ফেব্রুয়ারি) প্রতীকী অনশনে বসবেন আর রোববার (২৩ ফেব্রুয়ারি) ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

শিক্ষকেরা বলেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই সরকারের কাছে দাবি বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারির আহ্বান জানান তারা। পুলিশের বাধায় দাবি না আদায় হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তাঁরা।

৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

অবৈধভাবে পাথর তুলছেন আ.লীগ-বিএনপির নেতারা

সরকারি আবাসন বেহাত, ভাড়া গুনছে ভূমিহীনেরা

আপন কফি হাউসে নির্যাতনের শিকার সেই কিশোরীর কোনো খোঁজ নেই

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল ছাত্রদল

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে সড়কে, যান চলাচল বন্ধ

শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে অর্থদণ্ড

বিয়ের দাবিতে নারীর অবস্থান নিয়ে সংঘর্ষ, আহত বিএনপি কর্মীর মৃত্যু

২২ মাস কারাভোগের পর মিয়ানমার থেকে ফিরল ২০ কিশোর-যুবক