বরিশালের আগৈলঝাড়ায় নিজের জমির ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ বাটরা গ্রামে আজ সোমবার এ ঘটনা ঘটে। নিহত কালীপদ রায় (৫৫) বাটারা গ্রামের কুটিশ্বর রায়ের ছেলে।
নিহতের ভাই ঝন্টু রায় বলেন, ‘সোমবার সকালে জমির পাকা ধান কাটতে যান কালীপদ রায়। ধান কাটা অবস্থায় জমির মধ্যে হঠাৎ পরে যায়। প্রচণ্ড গরম ছিল। এর মধ্যে জমিতে কাজ করছিল। আমার মনে হচ্ছে সে হিট স্ট্রোকে মারা গিয়েছে।’
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশির কুমার গাইন বলেন, কৃষক কালীপদ রায়কে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।