Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় আগুনে ঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় আগুনে ঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

বরিশালের আগৈলঝাড়ায় আগুনে একটি ঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। আজ শুক্রবার ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, আজ ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের সৌদিপ্রবাসী নুর আলম তালুকদারের বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ওই ঘরে থাকেন নুর আলমের আত্মীয় সাইদুল ফকির। তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরটি তালাবদ্ধ ছিল। আগুন দেখে প্রতিবেশী জসিম সন্যামত চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। 

পরে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফার্নিচারসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সাইদুল ফকির। 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। তবে ওই পরিবারের দাবি, অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক