Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় ইউপি চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

হিজলা (বরিশাল) প্রতিনিধি

হিজলায় ইউপি চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

শত বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণকাজে বাধা দেওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

গত বুধবার মামলাটি দায়ের করেছেন কালিকাপুর গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে সিদ্দিকুর রহমান সরদার। বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এই মামলায় আসামি করা হয়—গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব শিকদার ও গুয়াবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলাউদ্দিন ও অফিস সহকারী মিজানুর রহমানকে। 

স্থানীয়রা জানান, কিছুদিন আগে কালিকাপুর গ্রামের সিদ্দিকুর রহমান সরদার ও শাহজাহান সরদারের বাড়ির সামনের জনগণের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। এতে স্থানীয় কয়েক’শ নারী-পুরুষ এই কাজে বাধা দেন। কিন্তু বাধায় কাজ না হলে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান তাঁরা। পরে তৎকালীন সহকারী কমিশনার ভূমি রবিউল ইসলাম সরেজমিনে গিয়ে দেয়ালটি ভেঙে দেন।

সম্প্রতি রবিউল ইসলামের বদলির সংবাদ পেয়ে তাঁরা পুনরায় রাস্তা বন্ধ করে কাজ শুরু করেন। তখন স্থানীয় কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজের কার্যালয়ে গিয়ে বিষয়টি লিখিতভাবে অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ২৫ জুলাই আবার ওই ভেঙে দেওয়া হয়। এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার এবং কালিকাপুর গ্রামের ইউপি সদস্য রাকিব শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এর পরের দিন গতকাল বুধবার সিদ্দিকুর রহমান সরদার বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে জনপ্রতিনিধি ও ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে মামলার বাদীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। 

অন্যদিকে সিদ্দিকুর রহমান ও শাহজাহান সরদারের ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানান, এই প্রভাবশালীরা শুধু এলাকাবাসীর যাতায়াতের রাস্তাই বন্ধ করেননি, বরং কয়েক বছর পূর্বে সরকারের দেওয়া জনগণের বিশুদ্ধ পানি পান করার গভীর নলকূপের মাথা খুলে মাটির নিচ দিয়ে লাইন বের করে তাঁদের বাড়িতে নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার বলেন, ‘জনস্বার্থে কাজ করে যদি আমার নামে মামলা হয় তাহলে আইনিভাবে সেটি মোকাবিলা করব।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, জনস্বার্থের জন্য যেহেতু রাস্তাটি দিয়েছি, সেহেতু আদালত যতি এ বিষয়ে আমার কাছ থেকে প্রতিবেদন চায় তাহলে আমি আদালতে প্রতিবেদন দেব।

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক