বরিশালের আগৈলঝাড়ায় আদুরী বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালের পাঠায়।
নিহত গৃহবধূ উপজেলার সুজনকাঠি গ্রামের জহিরুল হক মিয়ার স্ত্রী ও গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের দরিদ্র আলম হোসেনের মেয়ে।
মৃত আদুরীর বাবা আলম বলেন, ‘আমি একজন দরিদ্র ভ্যানচালক। আমার প্রতিবন্ধী মেয়ে আদুরীকে তিন মাস আগে বিয়ে দিয়েছি। বিয়ের পর থেকেই আমার মেয়ে প্রতিবন্ধী হওয়ায় তার স্বামীর পরিবারের লোকজন নির্যাতন করত। তাই অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে।’
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, তিন মাস আগে আদুরী বেগমের সঙ্গে জহিরুলের বিয়ে হয়। স্বামীর সঙ্গে ঝগড়া হলে গতকাল রাতে আদুরী বিষপান করেন। পরে গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদুরী প্রতিবন্ধী ছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।