Ajker Patrika

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইনের একটি বাসের আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে উজিরপুর উপজেলায়।
ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইনের একটি বাসের আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে উজিরপুর উপজেলায়।

ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বাসটি পুড়ে গেছে। আগুন দেখে বাস থেকে চালক, সুপারভাইজার ও যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হননি। বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

আগুন নেভাতে আসা গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের বাসটি মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ড অতিক্রম করার পর হঠাৎ চলন্ত অবস্থায় আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক, হেলপার ও সুপারভাইজারসহ ২০ জন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিপুল হোসেন আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবু পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডর পর থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত