Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বেতাগীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বেতাগীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

বরগুনার বেতাগীতে ১৪ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্ত মুজিবর রহমান খানের (৫০) বাড়ি বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। 

ধর্ষণের শিকার শিশুর বাবা জানান, গত ২৯ মার্চ বিকেল ৫টার দিকে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে প্রলোভন দেখিয়ে বেতাগী-কচুয়া ফেরিঘাট এলাকা থেকে মুজিবর রহমান খান অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যান। বাড়িতে ৩০ ঘণ্টার বেশি সময় আটকে রেখে মেয়েকে ধর্ষণ করেন। গতকাল রাতে মুজিবর তাঁর মেয়েকে ছেড়ে দিলে কাওছার হোসেন নামে এক ব্যক্তি মেয়েকে থানায় নিয়ে আসেন। তখন বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন তাঁর মেয়েকে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে মুজিবর রহমানের বাড়ি গিয়ে ঘর থেকে মেয়ের পরিধানের জামাকাপড় উদ্ধার করেন। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তাঁর বাবা থানায় মামলা করেছেন। কাল শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত মুজিবর রহমান পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক