নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে আটক করেছে মির্জাকালু নৌপুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাকিমউদ্দিন মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মির্জাকালু নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন মো. নুরনবী (৪০), মো. জাহিদ (২২), মো. সিরাজ (২৪), মো. মাকসুদ (৩০), মো. জাকির (২২) ও মো. রুবেল (২৮)। এ ছাড়াও দুই কিশোরকে আটক করা হয়। এ সময় ১টি ইঞ্জিন চালিত নৌকা ও ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায়।
মির্জাকালু নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়ে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান। বাকি তিনজনের মধ্যে দুজন নাবালক ও একজন প্রতিবন্ধী থাকায় তাঁদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।