বরিশালের কাজীরহাটে ঝড়ের কবলে পড়েছে এমভি ইঞ্জাম নামে যাত্রীবাহী একটি লঞ্চ। লঞ্চটি নদীতে তলিয়ে যাওয়ার সময় চরে আটকে পড়ে রক্ষা পায়। যাত্রীরা কোনোমতে দ্রুত তীরে উঠলে হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় এ ঘটনা ঘটেছে।
বিআইডব্লিউটিএর বরিশালের পরিদর্শক কবির হোসেন এ তথ্য স্বীকার করে বলেন, এমভি ইঞ্জাম বরিশালে আসছিল। ঝড়ে পেছন দিয়ে লঞ্চটি কাত হয়ে পড়ে। কিন্তু চরে আটকে যাওয়ায় কেউ হতাহত হয়নি।
এমভি ইঞ্জামের যাত্রী স্কুলশিক্ষক মো. নাঈম বলেন, তাঁর স্ত্রী, শাশুড়িসহ ভঙ্গা ঘাট থেকে লঞ্চে ওঠেন। ছাড়ার সময় ঝড়ের তাণ্ডব শুরু হয়। একপর্যায়ে বাতাসের ধাক্কায় লঞ্চটির পেছনের অংশ তলিয়ে যায়। যাত্রীরা অনেকে নদীতে ঝাঁপ দেয়, কেউ আবার তীরে উঠে আসে।
লঞ্চের সুকানি মো. নিজাম উদ্দিন বলেন, হিজলার ট্যাক থেকে সকাল সাড়ে ৬টায় বরিশালের উদ্দেশে লঞ্চ ছেড়ে যায়। লঞ্চটি কাজীরহাটের ভঙ্গা লঞ্চঘাটে পৌঁছালে যাত্রী তুলছিলাম। হঠাৎ বৃষ্টি ও দমকা বাতাস শুরু হলে সকাল সোয়া ৭টার দিকে লঞ্চটিকে চালু অবস্থায় পেছনের দিকে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ঝড়ের তাণ্ডবে লঞ্চের পেছনের অংশ লতা নদীতে ডুবে যায়। দ্রুত যাত্রীরা তীরে উঠে আসে।
নিজাম উদ্দিন বলেন, লঞ্চে ১৬-১৭ জন যাত্রী ছিল। এর মধ্যে একজন গর্ভবতী নারী ও একটি শিশু ছিল। সবাই নিরাপদে তীরে উঠেছে। লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে।