ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে বরগুনার তালতলীর সাত ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে গত দুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ কাজ শুরু করছে বিদ্যুৎ বিভাগ।
জানা গেছে, উপজেলা হাসপাতালে পূর্বদিকে আমতলী ও তালতলী সড়কে চাম্বল গাছ উপড়ে মেইন লাইনের খুঁটি ভেঙে গেছে। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমতলী ও তালতলীগামী যান চলাচল। এ ছাড়াও উপজেলার পাজরাভাঙা ও বেহলা এলাকায় গাছ উপড়ে পড়ে দুটি বিদ্যুৎ খুঁটি ভেঙে যায়। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। গত দুদিন বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ।
পটুয়াখালী পল্লী বিদ্যুতের তালতলী উপকেন্দ্রের ইনচার্জ রুহুল মোর্শেদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সিত্রাংয়ের তাণ্ডবে গাছ উপড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বেশ কয়টি বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। এ জন্য ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করে নতুনভাবে সরবরাহ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, উপজেলা যেসব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর তালিকা সংগ্রহ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে খুব শিগগিরই জানানো হবে।