Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় এমপির অনুষ্ঠানে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হিজলায় এমপির অনুষ্ঠানে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ সংঘর্ষ হয়। এতে ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান, সদস্য আলতাফ সরদার ও তাঁর ছেলে আল আমিন সরদারসহ কয়েকজন আহত হয়েছেন। বাবা-ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের ভাতা প্রদান অনুষ্ঠানস্থলের কাছে এই সংঘাত হয়। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে হরিনাথপুর ইউপির বর্তমান সদস্য আলতাফ সরদার ও সাবেক সদস্য আজিজুর রহমান মুন্নার সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি তেমন বড় নয় বলে ওসি দাবি করেছেন। 

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আজিজুর রহমান মুন্না স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সমর্থক। অন্যদিকে বর্তমান সদস্য আলতাফ সরদার এমপিবিরোধী পক্ষের। আজ হরিনাথপুরে বয়স্ক ও বিধবা ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি পঙ্কজ। তাঁর অনুসারী মুন্না ভাতা সুবিধাভোগীদের অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন। এতে বাধা দেন বর্তমান সদস্য আলতাফ সরদার। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারি ছাড়াতে গিয়ে আহত হয়েছেন ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান। তিনি এমপি পঙ্কজের সমর্থক। 

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান ও সাবেক সদস্য আজিজুর রহমান মুন্নার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি।

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক