Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

সঠিক তথ্য তুলে ধরছে আজকের পত্রিকা: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সঠিক তথ্য তুলে ধরছে আজকের পত্রিকা: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নানা আয়োজনে বরিশালে উদ্‌যাপিত হয়েছে দেশের বহুল প্রচারিত দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। কেক কেটে তৃতীয় বর্ষে পদার্পণের উৎসবে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম এমপি। 

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ সময় আজকের পত্রিকার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার যেনে ভালো লেগেছে যে আজকের পত্রিকা সঠিক তথ্য তুলে ধরেছে। সিটি নির্বাচনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। সাংবাদিক ভাইয়েরা যাতে সত্যটা তুলে ধরতে পারেন এ জন্য আইসিটি আইন সংশোধন হচ্ছে। সাংবাদিকতা করতে হলে ভয়ভীতি থাকতে পারবে না।’ 

তিনি বলেন, ‘আপনারা সবচেয়ে সাহসী ব্যক্তি। আপনারা সাদাকে সাদা, কালোকে কালো বলেন। তাতে দেশের প্রকৃত চিত্র ফুটে উঠবে।’ প্রতিমন্ত্রী ভোলার গ্যাস বরিশালে সরবরাহের ক্ষেত্রে তার সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। 

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আজকের পত্রিকার বরিশাল বিভাগের নিজস্ব প্রতিবেদক খান রফিক। 

বরিশালে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হক, সদর উপজেলা চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, নগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুজ্জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল, বরিশাল সরকারি বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ দিনারা বেগম, সনাকের সভাপতি শাহ সাজেদা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বাসদের জেলা সদস্যসচিব মনীষা চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, চেম্বার অব কমার্স এর সহ সভাপতি আমিনুর রহমান ঝান্ডা, প্রেসক্লাবসহ সভাপতি কাজী আল মামুন, ছাত্রলীগ নেতা মঈন তুষার, অসীম দেওয়ান, জসীম উদ্দিন, সবুজ আন্দোলনের সংগঠক মিজানুর রহমান ফিরোজ, বঙ্গবন্ধু পরিষদের মহানগর সভাপতি আজাদ ফারুক, ইসলামি যুব আন্দোলনের জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ, আলম এজেন্সির স্বত্বাধিকারী মো: আলম, এম রহমান এজেন্সির স্বত্বাধিকারী মো. ফিরোজ প্রমুখ। 

এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম এমপির নেতৃত্বে বরিশাল প্রেসক্লাবের সামনে থেকে সদর রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অতিথিরা। এ সময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা এবং উপহার দেন আজকের পত্রিকার বরিশালের নিজস্ব প্রতিবেদকসহ উপজেলা প্রতিনিধিরা। 

এদিকে আলোচনা সভায় বক্তারা বরিশালের নানা অসংগতির কথা তুলে ধরে বলেন, আজকের পত্রিকা সংবাদে কোনোভাবেই ছাড় দেয়নি। বিশেষ করে মোহামেডান ক্লাব দখল, মহাসড়কে পার্ক, ভোলার গ্যাস বরিশালে সরবরাহসহ নানা বিষয়ে সঠিক তথ্য পরিবেশন করেছে আজকের পত্রিকা। এই ধারা অব্যাহত থাকবে পত্রিকাটির এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক