নানা আয়োজনে বরিশালে উদ্যাপিত হয়েছে দেশের বহুল প্রচারিত দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। কেক কেটে তৃতীয় বর্ষে পদার্পণের উৎসবে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম এমপি।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ সময় আজকের পত্রিকার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার যেনে ভালো লেগেছে যে আজকের পত্রিকা সঠিক তথ্য তুলে ধরেছে। সিটি নির্বাচনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। সাংবাদিক ভাইয়েরা যাতে সত্যটা তুলে ধরতে পারেন এ জন্য আইসিটি আইন সংশোধন হচ্ছে। সাংবাদিকতা করতে হলে ভয়ভীতি থাকতে পারবে না।’
তিনি বলেন, ‘আপনারা সবচেয়ে সাহসী ব্যক্তি। আপনারা সাদাকে সাদা, কালোকে কালো বলেন। তাতে দেশের প্রকৃত চিত্র ফুটে উঠবে।’ প্রতিমন্ত্রী ভোলার গ্যাস বরিশালে সরবরাহের ক্ষেত্রে তার সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আজকের পত্রিকার বরিশাল বিভাগের নিজস্ব প্রতিবেদক খান রফিক।
এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম এমপির নেতৃত্বে বরিশাল প্রেসক্লাবের সামনে থেকে সদর রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অতিথিরা। এ সময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা এবং উপহার দেন আজকের পত্রিকার বরিশালের নিজস্ব প্রতিবেদকসহ উপজেলা প্রতিনিধিরা।
এদিকে আলোচনা সভায় বক্তারা বরিশালের নানা অসংগতির কথা তুলে ধরে বলেন, আজকের পত্রিকা সংবাদে কোনোভাবেই ছাড় দেয়নি। বিশেষ করে মোহামেডান ক্লাব দখল, মহাসড়কে পার্ক, ভোলার গ্যাস বরিশালে সরবরাহসহ নানা বিষয়ে সঠিক তথ্য পরিবেশন করেছে আজকের পত্রিকা। এই ধারা অব্যাহত থাকবে পত্রিকাটির এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।