বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে গরুর গোবর রেখে ‘সড়ক দুর্ঘটনার স্পট’ বানানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ কারণে ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাদশা ফকির বাড়ির পাশের গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের টেকনিক্যাল স্কুলের সামনে গোবর রাখা হয়। তাতে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেককে ওই স্থানে দুর্ঘটনার কারণে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বাদশা ফকিরকে একাধিকবার গোবর রাখতে নিষেধ করা হলেও তিনি শুনছেন না।
এ বিষয়ে বাদশা ফকির বলেন, ‘বাড়িতে জায়গা না থাকায় সড়কে গোবর রাখছি। তাতে সমস্যা কী? আমি সরকারি সড়কে রাখছি, তাতে কার কী ক্ষতি?’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, সরেজমিন গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।