বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর টেলিফোন এক্সচেঞ্জ অফিসে চুরি হয়েছে। গতকাল শুক্রবার রাতে চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে টেলিফোন এক্সচেঞ্জ অফিসে সংঘবদ্ধ চোরের দল কলাপসিবল গেটের এবং রুমের তালা ভেঙে অফিসে প্রবেশ করে।
এ সময় দুই সেট ব্যাটারি (২৪টি) চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে টাওয়ারের নেটওয়ার্ক চালু রাখার জন্য এই ব্যাটারিগুলো ব্যবহৃত হতো।
এ ঘটনায় উপজেলা সদর টেলিফোন এক্সচেঞ্জ অফিসের অপারেটর বনানী সিমলাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।