Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন বরগুনার তালতলীর বেশির ভাগ এলাকা 

তালতলী (বরগুনা) প্রতিনিধি

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন বরগুনার তালতলীর বেশির ভাগ এলাকা 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনার তালতলীর সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে দুই দিন ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে আছে উপজেলার বেশির ভাগ এলাকা। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করতে কাজ শুরু করছে বিদ্যুৎ বিভাগ। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বাতাসে গতকাল সোমবার উপজেলার আমতলী ও তালতলী সড়কে চাম্বলগাছ উপড়ে খুঁটি ভেঙে গেছে। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমতলী ও তালতলীগামী যান চলাচল। এ ছাড়া উপজেলার পাজরাভাঙ্গা ও বেহলা এলাকায় দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। তাই ওই এলাকাগুলোতে বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছে। তবে ভেঙে যাওয়া গাছ ও খুঁটি অপসারণের কাজ চলছে। গত দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ। 

পটুয়াখালী পল্লী বিদ্যুতের তালতলী উপকেন্দ্রের ইনচার্জ রুহুল মোর্শেদ বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় সিত্রাংয়ের তাণ্ডবে গাছপালা ভেঙে বিদ্যুতের তারে পড়েছে। বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। এ জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে আমরা অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করে নতুনভাবে সরবরাহ করা হবে।’ 

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, সিত্রাংয়ের তাণ্ডবে উপজেলার যেসব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে, তার তালিকা সংগ্রহ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে খুব শিগগিরই জানানো হবে। এ ছাড়া যেসব স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, ওই গাছ অপসারণের কাজ চলছে।  

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক