বরিশালের আগৈলঝাড়ায় মসজিদের দেয়াল চাপা পরে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের তালতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম শাহাদাৎ ফকির (১৩)। সে ওই গ্রামের ভাষাই ফকিরের ছেলে ও ফকির ভদ্রপাড়া করম আলী সিকদার বিদ্যা নিকেতনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আজ বিকেলে শাহাদাৎ ফকির বাড়ির পাশে ফকির বাড়ি জামে মসজিদের নতুন দেয়াল নির্মাণের পাশে খেলা করছিল। তখন ওই নতুন মসজিদের নবনির্মিত দেয়াল ভেঙে শাহাদাৎ ফকিরের ওপরে চাপা পরে।
এ সময় স্থানীয়রা শাহাদাৎ ফকিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দিপা হালদার তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দিপা হালদার জানান, দেয়ালের নিচে চাপা পড়া শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়।