ঈদুল ফিতরে রাজধানী থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল রায়হান সরদার (১৬) নামের এক স্কুলছাত্র। সে চাচাতো ভাইদের সঙ্গে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল আটিপাড়া গ্রামের সন্ধ্যা নদীর এম এ মেজর জলিল সেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে এবং ঢাকার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রায়হান চাচাতো ভাইসহ ১০-১২ জনের সঙ্গে নদীতে গোসল করতে নামে। সে সাঁতার না জানায় অন্যরা রায়হানকে নজরে রেখে গোসল করছিল। গোসল শেষে সবাই নদী তীরে উঠে এলেও রায়হান অনুপস্থিত থাকায় ভাইয়েরা নদীতে খোঁজ শুরু করে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।