Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

সরকারি ছুটির দিনেও কলেজে পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

সরকারি ছুটির দিনেও কলেজে পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

পবিত্র ঈদে মিলাদুন্নবীর রাষ্ট্রীয় ছুটির দিনে বরিশালের আগৈলঝাড়ায় একটি কলেজে একাধিক পরীক্ষা নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজে। 

পরীক্ষায় অংশগ্রহণকারী ওই কলেজের একাধিক শিক্ষার্থীরা জানায়, আজ বৃহস্পতিবার সকালে তাঁদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন দুপুরে এইচএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই দিনে যেখানে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে, সেখানে কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তারা পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে। 

এক শিক্ষার্থীর অভিভাবক শওকত হোসেন বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় ছুটির দিনেও কলেজে আসতে হলো। এভাবে ছুটির দিনে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া ঠিক হয়নি।’ 

বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবরের মধ্যে এইচএসসির প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণের নির্দেশনা আছে। তবে কলেজের অভ্যন্তরীণ বার্ষিক পরীক্ষার বিষয়ে কোনো বাধ্যতামূলক তারিখের নির্দেশনা নেই। তা সত্ত্বেও এমন দিনে কেন পরীক্ষা নেওয়া হলো, তার কোনো সদুত্তর মেলেনি কলেজ কর্তৃপক্ষের কাছে। 

এ বিষয়ে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন আলী আযম আজকের পত্রিকাকে বলেন, ঈদে মিলাদুন্নবী ও সরকারি ছুটির দিনে পরীক্ষা নেওয়ার বিষয়ে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এটা বোর্ড বা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। তবে ভবিষ্যতে তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার সময়ে সরকারি ছুটির বিষয়ে তাঁরা আরও সতর্ক হবেন বলেও জানান। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দিনে এবং সরকারি ছুটির মধ্যে পরীক্ষা নেওয়া ঠিক হয়নি। কেন পরীক্ষা নেওয়া হলো সে বিষয়ে অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রীয় ছুটির দিনে পরীক্ষা গ্রহণের বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক