বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে কর্মরত শ্রমিকদের শোরগোল শোনা যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতরে ময়লা-আবর্জনার স্তূপে কে বা কারা যেন অগ্নিসংযোগ করে। পরে সেই আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতরে আগুন লাগার ঘটনায় সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে তাঁদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।