Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলায় প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

ভোলার বোরহানউদ্দিনে চৌধুরী এন্টার প্রাইজে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭ শত ৭৬ লিটার রুপচাঁদা সয়াবিন তেল জব্দ করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। পরে জব্দ করা তেল ১৬০ টাকা মূল্যে বোরহানউদ্দিন বাজারে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শনিবার রাতে বোরহানউদ্দিন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন। 

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বোরহানউদ্দিন উপজেলা সড়ক এলাকায় চৌধুরী এন্টার প্রাইজে অভিযান চালানো হয়। অভিযানে গুদামে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭ শত ৭৬ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। মজুত করা তেলের বোতলে দাম বাড়ার আগের মূল্যই লেখা রয়েছে। পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চৌধুরী এন্টার প্রাইজের মালিক মাকসুদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা তেল উপস্থিত জনসাধারণের মধ্যে বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রি করা হয়। 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ 

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক