পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানার পুলিশ। শিক্ষার্থীর নাম শান্ত হাওলাদার (১৪)। সে নদমূলা গ্রামের রাজমিস্ত্রি মো. লোকমান হাওলাদারের ছেলে।
শান্তর মা রুবী বেগম জানান, শান্ত বৃহস্পতিবার নদীতে মাছ ধরে দুপুরে বাসায় আসে। দুপুরের খাবার খেয়ে বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের এক দিন পরে আজ শুক্রবার বিকেলে স্থানীয়রা নদমূলা গ্রামে জাকারিয়া হাওলাদারের বাড়িসংলগ্ন একটি বেড়ে মরদেহ দেখতে পেয়ে থানার পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ শুক্রবার শান্ত হাওলাদার নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হচ্ছে।