Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বাসচাপায় রিকশাচালক নিহত, আহত একই পরিবারের ৩ সদস্য

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বাসচাপায় রিকশাচালক নিহত, আহত একই পরিবারের ৩ সদস্য

বরগুনার আমতলীতে বাসচাপায় জব্বার শরীফ (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন একই পরিবারের তিন সদস্য। 

আহত তিনজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। তাঁরা হলেন মোটরসাইকেলচালক বাদল শরীফ (৪৮), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (৪০) ও ছেলে বাকি বিল্লাহ (৮)। আহত বাদল বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে পটুয়াখালীগামী একটি বাস রিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রিকশাচালক জব্বার নিহত হন। এ সময় মোটরসাইকেলচালক, তাঁর স্ত্রী ও সন্তান আহত হন। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। 
 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, রিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী